বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার (১৬ নভেম্বর) পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন বলেন, মামলার সঠিক সময়ে প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। আদালতে সাক্ষীদের নিয়মিত হাজির নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা জোরদারের ওপর তিনি জোর দেন। তিনি আরও বলেন, সবার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। সাক্ষীদের আদালতে আসা-যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারাগার থেকে বিচারাধীন আসামিদের সময়মতো আদালতে হাজির করতে হবে, যা দ্রুত বিচার সম্পন্ন করার সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, “সত্য কথা বলার কারণে এক বিচারপতিকে দেশ ছাড়তে হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, তা ধরে রাখার দায়িত্ব আমাদের।”
কনফারেন্সে বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন। পিবিআই পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ, র্যাব-৮ এর প্রতিনিধি রেজাউল করিম, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির বাদল, জেলা আইনজীবী সমিতির পিপি আবুল কালাম প্রমূখ। এ-সময় কনফারেন্সে বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা, নিরাপত্তা ও সমন্বিত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।