নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
- আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জালিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার বড়াইগ্রাম থানা মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালিম উদ্দিন বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লার মৃত আলিম উদ্দিনের ছেলে এবং পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
এ সময় মোটরসাইকেলচালক মনিরুল ইসলাম (৩৫) আহত হন। তিনি উপজেলার চকবড়াইগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বিকালে জালিম উদ্দিন পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বনপাড়া থেকে সিরাজগঞ্জগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়, এবং দুজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়ার পথে জালিম উদ্দিন মারা যান।
ইসমাইল হোসেন আরও জানান, মনিরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহটি হেফাজতে নেয়।