বরিশালে দেড় যুগ পর এক মঞ্চে এনডিএফ চিকিৎসকরা
- আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৮ বছর পর বরিশাল বিভাগে এক মঞ্চে একত্রিত হলেন ন্যাশনাল ডক্টর্স ফোরাম (এনডিএফ)-এর চিকিৎসকরা। সমাজ পরিবর্তন এবং নৈতিক ও আদর্শবান চিকিৎসক তৈরির লক্ষ্য নিয়ে বুধবার (২০ নভেম্বর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বরিশাল বিভাগীয় চিকিৎসক সম্মেলন-২০২৪।
সম্মেলনে বক্তারা বলেন, “চিকিৎসকদের দায়িত্ব শুধুমাত্র ক্যারিয়ার গঠনে সীমাবদ্ধ নয়। তাদের আচরণ ও পেশাগত দক্ষতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। ভোগবাদী মানসিকতা পরিহার করে আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।”
ন্যাশনাল ডক্টর্স ফোরামের কর্মকাণ্ড প্রসঙ্গে তারা বলেন, সংগঠনটি দক্ষ, নৈতিকতাসম্পন্ন এবং আদর্শ চিকিৎসক তৈরিতে কাজ করছে, যারা স্বাস্থ্যসেবার পাশাপাশি সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন এনডিএফ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনডিএফ-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম ওয়ালি উল্লাহ, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর সদস্য প্রফেসর ডা. আজিজ রহিম, এনডিএফ-এর সহ-সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও অর্থোপেডিক সার্জন ডা. কে এম জাহিদুল ইসলাম, ডা. জহিরুল ইসলাম, ডা. জহির উদ্দিন বাবর ও ডা. মো. মোকতার আলী, অনুষ্ঠানের শেষে জামায়াতে ইসলামীর বরিশাল পেশাজীবী থানা শাখার আমীর সুলতানুল আরেফিনের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।