শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ভূমিকা নেবে ছাত্রদল: রাজবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসির

আবু সাঈদ, রাজবাড়ীঃ
  • আপডেট সময় : ১০:১৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী সরকারি কলেজে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্বরে সাধারণ ছাত্রদের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মুসতাসিম বিল্লাহ অপু, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাবি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব সাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোহেল, সদস্য আঃ রব সুমন এবং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল ও সাধারণ সম্পাদক রুবেল মন্ডল প্রমুখ।

লিফলেট বিতরণ শেষে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে নাসির উদ্দিন নাসির বলেন, “ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। বিগত সরকারের সময় ছাত্রদের বাধ্যতামূলক মিছিল-মিটিং ও দলীয় কাজে ব্যবহার করা হতো। তবে ছাত্রদল সাধারণ ছাত্রদের মতামতের ভিত্তিতে কাজ করবে এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের মতামতের প্রাধান্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করবে এবং সংগঠনে সমালোচনা ও মত প্রকাশের জন্য উন্মুক্ত পরিবেশ বজায় রাখবে।”

উল্লেখ্য, ছাত্রদলের এই উদ্যোগকে স্থানীয় সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। লিফলেট বিতরণ শেষে প্রশাসনিক ভবনের সামনে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ভূমিকা নেবে ছাত্রদল: রাজবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসির

আপডেট সময় : ১০:১৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রাজবাড়ী সরকারি কলেজে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্বরে সাধারণ ছাত্রদের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মুসতাসিম বিল্লাহ অপু, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাবি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব সাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোহেল, সদস্য আঃ রব সুমন এবং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল ও সাধারণ সম্পাদক রুবেল মন্ডল প্রমুখ।

লিফলেট বিতরণ শেষে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে নাসির উদ্দিন নাসির বলেন, “ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। বিগত সরকারের সময় ছাত্রদের বাধ্যতামূলক মিছিল-মিটিং ও দলীয় কাজে ব্যবহার করা হতো। তবে ছাত্রদল সাধারণ ছাত্রদের মতামতের ভিত্তিতে কাজ করবে এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের মতামতের প্রাধান্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করবে এবং সংগঠনে সমালোচনা ও মত প্রকাশের জন্য উন্মুক্ত পরিবেশ বজায় রাখবে।”

উল্লেখ্য, ছাত্রদলের এই উদ্যোগকে স্থানীয় সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। লিফলেট বিতরণ শেষে প্রশাসনিক ভবনের সামনে একটি বকুল গাছের চারা রোপণ করেন।