নাজিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এবং সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জীব কুমার রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজর ইস্রাফিল হাওলাদার, এবং বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়া।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে স্বৈরাচারী সরকারের সময় ছাত্র-জনতার ওপর বর্বর হামলার স্মৃতি তুলে ধরেন। শহীদ হাফিজুল ইসলামের ভাই বলেন, “সবচেয়ে দুঃখজনক হলো, যারা সেসময় সাধারণ ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালিয়েছে, তারা আজও বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয়।”
অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যে গভীর শ্রদ্ধাবোধ ও আবেগের পরিবেশ সৃষ্টি হয়।