সাতক্ষীরায় সাফ জয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা, মাছুরা ও আফাঈদাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, আফাঈদা খন্দকার প্রান্তি ও মাছুরা পারভিন।

জাতীয় নারী ফুটবলার ডিফেন্ডার মাছুরা পারভীন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমরা মাঠে বেশি খেলা করি, তাই মাইক্রোফোনে কথা কম বলতে পারি। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজ এখানে। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক।”

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “আগামীতে যাতে সাবিনা, মাছুরা ও আফাঈদার মতো আরো অনেক মেয়ে খেলতে পারে, সেজন্য জেলা প্রশাসক সহ সাতক্ষীরা বাসীকে এগিয়ে আসতে হবে। আমাদের জেলায় অনেক ভালো খেলোয়াড় আছে, তাদের সরকারি সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তারা আরও ভালো খেলোয়াড় হতে পারবে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় কোনো টুর্নামেন্ট হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আমাদের মতো আরও ভালো খেলোয়াড় উঠে আসুক।”

সাবিনা খাতুন জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়ে বলেন, “সাতক্ষীরায় ভালো মানের মাঠ, স্টেডিয়াম, সুইমিং পুল ও ক্রীড়া কমপ্লেক্সের প্রয়োজন। এগুলো যদি দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে আমরা দেশের হয়ে আরও ভালো কিছু করতে পারবো।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন এবং বলেন, “এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।”

সংবর্ধনা শেষে জেলা প্রশাসক প্রতিটি ফুটবলারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, কর্মচারীরা ও সর্বসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাতক্ষীরায় সাফ জয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

আপডেট সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাতক্ষীরায় সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা, মাছুরা ও আফাঈদাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, আফাঈদা খন্দকার প্রান্তি ও মাছুরা পারভিন।

জাতীয় নারী ফুটবলার ডিফেন্ডার মাছুরা পারভীন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমরা মাঠে বেশি খেলা করি, তাই মাইক্রোফোনে কথা কম বলতে পারি। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজ এখানে। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক।”

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “আগামীতে যাতে সাবিনা, মাছুরা ও আফাঈদার মতো আরো অনেক মেয়ে খেলতে পারে, সেজন্য জেলা প্রশাসক সহ সাতক্ষীরা বাসীকে এগিয়ে আসতে হবে। আমাদের জেলায় অনেক ভালো খেলোয়াড় আছে, তাদের সরকারি সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তারা আরও ভালো খেলোয়াড় হতে পারবে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় কোনো টুর্নামেন্ট হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আমাদের মতো আরও ভালো খেলোয়াড় উঠে আসুক।”

সাবিনা খাতুন জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়ে বলেন, “সাতক্ষীরায় ভালো মানের মাঠ, স্টেডিয়াম, সুইমিং পুল ও ক্রীড়া কমপ্লেক্সের প্রয়োজন। এগুলো যদি দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে আমরা দেশের হয়ে আরও ভালো কিছু করতে পারবো।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন এবং বলেন, “এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।”

সংবর্ধনা শেষে জেলা প্রশাসক প্রতিটি ফুটবলারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, কর্মচারীরা ও সর্বসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়।