সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা প্রার্থনা নব দম্পতির
- আপডেট সময় : ০৫:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় এক নব দম্পতি তাদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য জেলা পুলিশ সুপারের কাছে সাহায্য চেয়েছেন। নব দম্পতি হলেন সাতক্ষীরার শ্যামনগর থানার পাশের খালী হরিনগরের মো. তানভীর (২২) এবং বড় ভেটখালী হরিনগরের মো. এমদাদুল হকের মেয়ে মোছাঃ মেহেরজান আক্তার (২১)।
ভুক্তভোগী মোছাঃ মেহেরজান আক্তার অভিযোগ করেছেন, তিনি স্বেচ্ছায় তার স্বামী তানভীরকে বিয়ে করেছেন, কিন্তু তার পরিবারের সদস্যরা এবং সাবেক স্বামী তাকে এবং তার স্বামীকে নানা ভাবে হয়রানি করছে। তিনি বলেন, তার পিতা, বড় ভেটখালী হরিনগরের মৃত ইব্রাহিম সানার ছেলে এমদাদুল হক (৪২), সাবেক স্বামী লিটন হোসেন (৩৪) সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, প্রতিদিন মোবাইল ফোনে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। মেহেরজান আক্তার তার স্বামীকে নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চেয়ে পুলিশ সুপারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের ওপর চলমান হয়রানি বন্ধ করা যায়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।