দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়লো ৪৯৩৪ টাকা
- আপডেট সময় : ০৫:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বর্ণের দাম প্রায় তিন হাজার টাকা বাড়ানো হয়েছিল। ফলে গত দুই দিনেই প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৪,৯৩৪ টাকা বৃদ্ধি পেল।
নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ১,৩৯,৪৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ১,৩৩,০৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ১,১৪,০৮৬ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ৯৩,৬৭৪ টাকা বাজুস জানিয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি ও বিশ্লেষণের ভিত্তিতে স্বর্ণের দাম পুনরায় বৃদ্ধি করা হয়েছে।