সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে

সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোয়াইনঘাটের পান্তুমাই, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল বিওপি এবং অন্যান্য সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, মদ, বাংলাদেশি রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনকারী নৌকাসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭৭০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”

বিজিবির এমন তৎপরতায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোয়াইনঘাটের পান্তুমাই, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল বিওপি এবং অন্যান্য সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, মদ, বাংলাদেশি রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনকারী নৌকাসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭৭০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”

বিজিবির এমন তৎপরতায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।