শিক্ষাবিদ মাস্টার ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
সন্দ্বীপের পূর্বাংশের শিক্ষার অগ্রদূত ও পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ ওয়াই এম ছায়েদুল হকের নামে আয়োজিত শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সন্দ্বীপ পাবলিক হাই স্কুলে ১১টি হলে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করে সন্দ্বীপের ২৮টি স্কুল ও ৯টি মাদ্রাসার অষ্টম শ্রেণির মোট ৬১১ জন শিক্ষার্থী।
পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয়, যার পূর্ণমান ছিল ১০০ এবং প্রশ্ন পদ্ধতি ছিল এমসিকিউ ও বৃত্ত ভরাট। প্রতিটি হলে ২ জন পরীক্ষক নিয়োজিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র ও ব্যবস্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সভাপতি ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন: সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আবু তাহের, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, প্রধান শিক্ষক আবদুল হান্নান ও সাইফুল ইসলাম, সাংবাদিক বাদল রায় স্বাধীন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন মাস্টার, ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও অংশগ্রহণকারীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব মাওলানা জহিরুল ইসলাম বলেন, “এ মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি অনুপ্রেরণা এবং নিজেদের উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এই মেধাবৃত্তি পরীক্ষা আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।