সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মাঝখান থেকে ভেঙে দেবে গেছে ব্রিজ।। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও যানবাহন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা এলাকায় বেরিবাঁধ খালের উপর নির্মিত একটি ব্রিজের মাঝখান থেকে ভেঙে দেবে গেছে।
গত বন্যা ও বন্যা পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ওই খালে প্রচন্ড স্রোত প্রবাহিত হওয়ায় ব্রিজের নিচ থেকে এবং দুই পাশের গাইড ওয়ালের নিচ থেকে মাটি সরে গিয়ে এ অবস্হার সৃষ্টি হয়েছে।
এ অবস্হায় আতঙ্কে গুরুত্বপূর্ণ ওই ব্রিজটি দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে রিক্সা, অটোরিকশা, ভ্যান, মাহেন্দ্রা, মোটর সাইকেলের মতো হালকা যানবাহন ও লোকজন চলাচল করছে আগের মতোই।
এতে করে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
স্হানীয়রা জানান, গত বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে এখানকার বেরি বাঁধ খালটি খনন করা হয়। কিন্তু অপরিকল্পিত খননের কারনে গত বন্যার শুরু থেকে শেষ অবধি খালে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে করে ব্রিজটির আশপাশে তীব্র ভাঙনের সৃষ্টি হয়। ভাঙনে আশপাশের কয়েকটি বসতভিটা ও একটি কাঁচা রাস্তা খালে ধ্বসে যায়। এছাড়া ব্রীজটির নিচ ও পাশ থেকে মাটি সরে যাওয়ায় মাঝখান থেকে ভেঙে দেবে গেছে।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন,ওই ব্রিজটি দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বিষয়টি স্হানীয় প্রশাসনকে জানিয়েছি।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান, প্রায় ২০ বছর আগে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজটি করা হয়েছিল। ইতিমধ্যে ব্রিজের দুই পাশে এলজিইডি পাকা সড়ক করেছে। এখন তাদের তত্ত্বাবধানে ওখানে আরেকটু বড় করে নতুন একটি ব্রিজ করলে ভালো হয়।
গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী বজলুর রহমান জানান,আমি সরেজমিন ব্রিজটি দেখেছি। তীব্র স্রোতে নিচ থেকে ও পাশ থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি দেবে গেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন জানান, ওখানে আরেকটি নতুন ব্রিজ করার বিষয়ে আমি সরকারের উর্ধতন পর্যায়ে যোগাযোগ করছি। আপাতত জনসাধারণকে একটু সতর্কতার সাথে চলাচল করতে হবে।