মাদক ছেড়ে মাঠে ফিরছে তরুণরা: পিরোজপুরে জমজমাট জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
- আপডেট সময় : ০৬:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
শুক্রবারের সকাল। পিরোজপুর জেলা স্টেডিয়ামে মানুষের ভিড়। গ্যালারি ভরে উঠেছে করতালিতে। মাঠে চলছে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ। লাল দল আর সবুজ দল—দুই পক্ষের সমর্থকদের চিৎকারে মুখর স্টেডিয়াম। তবে এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং তরুণদের মাদক আর কিশোর গ্যাংয়ের ছোবল থেকে মুক্ত করে খেলাধুলায় ফিরিয়ে আনার প্রচেষ্টা।
বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। লাল দল ১৭৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সবুজ দলের সামনে। উত্তেজনা ছড়াচ্ছে বলের পর বল। সবুজ দল লড়াই করলেও ১৫২ রানে থেমে যায় তাদের ইনিংস। লাল দলের জয় ঘোষণা হতেই গ্যালারিতে উচ্ছ্বাস।
খেলার মাঠে উপস্থিত ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখেরা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বললেন, “দেশের তরুণরা যেন খেলাধুলার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”
তাঁর সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন অপি। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, এবং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আমিনুল ইসলাম বলেন, “বিগত আওয়ামী সরকারের আমলে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে মেধাবী খেলোয়াড়দের বঞ্চিত করা হয়েছে। এর ফলে তরুণরা মাঠ ছেড়ে মাদকের দিকে ঝুঁকেছে। আমরা সেই পরিস্থিতি বদলাতে চাই।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারাদেশে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করছি। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং নৈতিক যুবসমাজ গড়ে তুলতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম।”
টুর্নামেন্ট শেষে আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। পরিকল্পনা আছে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ে নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজন করার।
পিরোজপুর স্টেডিয়ামের সেই বিকেল যেন এক নতুন বার্তা নিয়ে এসেছিল। খেলা শেষে মাঠ ছাড়তে থাকা তরুণদের চোখে স্বপ্নের ঝিলিক—মাদক ছেড়ে মাঠের তারকা হওয়ার স্বপ্ন।