সাভারের বনগাঁওয়ে চাঁদার টাকা না পেয়ে হাউজিং কোম্পানির অফিসে সন্ত্রাসী হামলা
- আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
সাভারের বনগাঁও ইউনিয়নে নর্থ সি ডেভেলপমেন্ট হাউজিং কোম্পানির অফিসে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসী সর্টগান তানভীরের নেতৃত্বাধীন একটি বাহিনী।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে নর্থ সি ডেভেলপমেন্ট হাউজিং কোম্পানির অফিসে এ হামলার ঘটনা ঘটে।
হাউজিংয়ের মালিকরা জানান, বিগত দেড় মাস ধরে সর্টগান তানভীর ও তার সন্ত্রাসী বাহিনী তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। মালিকরা প্রথমে এক লাখ টাকা দেন, তবে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার দুপুরে সর্টগান তানভীরের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অফিসে হামলা চালায়।
হামলাকারীরা অফিসের নিচতলার জানালার কাচ ভাঙচুর করে এবং ওয়ালে চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে লেখা রেখে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “বনগাঁও এলাকায় নর্থ সি ডেভেলপমেন্ট হাউজিং কোম্পানির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”
হামলার পর স্থানীয় বাসিন্দা ও হাউজিং কোম্পানির কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।