পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৪ সালের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় শহরের টাউন ক্লাব মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ছিদ্দিকুল ইসলাম খন্দকারকে সভাপতি এবং মো. শাহ জামাল জমাদ্দারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো. ছিদ্দিকুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, এবং কেন্দ্রীয় কমিটির বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চলের পরিচালক আলহাজ্ব কবির আহমেদ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শ্রমিকদের অধিকার নিয়ে অনেক আন্দোলন হলেও, প্রকৃতপক্ষে তাদের কোনো অধিকার বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সংগঠন শ্রমিকদের ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামিক আইন বাস্তবায়ন জরুরি।