সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৩ প্রদান
- আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৩ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক নূরুল আকতার হোসেন।
এ ছাড়াও, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নূর জাহান নূরী পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।