সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
বরিশালে ‘‘অপারেশন ক্লিন কোর্ট’’: আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান
বরিশাল প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
“পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল কর্মস্থল”—এ স্লোগানে বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ‘‘অপারেশন ক্লিন কোর্ট’’ নামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় আদালত ভবন ও প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) গৌতম কুমার ঘোষ এবং সিনিয়র ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ। অভিযানে সহযোগিতায় ছিলেন সিজেএম কোর্টের নাজির মো. তারিকুল ইসলাম।
এই উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। আদালত প্রাঙ্গণকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে এই কর্মসূচি ব্যাপক প্রশংসিত হয়েছে।