ছাত্র-জনতা হত্যা মামলায় আশুলিয়ায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

এসকে সুলতান, সাভারঃ
  • আপডেট সময় : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় আশুলিয়া শ্রমিক লীগের নেতা আকবর হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টায় আশুলিয়ার শিমুলতলা এলাকার নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৪ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আকবর হোসেন মৃধা জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে এবং জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি। পুলিশ জানায়, তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর মৃধাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি বলেন, “আসামি আকবর মৃধাকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্র-জনতা হত্যা মামলায় আশুলিয়ায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় আশুলিয়া শ্রমিক লীগের নেতা আকবর হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টায় আশুলিয়ার শিমুলতলা এলাকার নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৪ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আকবর হোসেন মৃধা জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে এবং জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি। পুলিশ জানায়, তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর মৃধাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি বলেন, “আসামি আকবর মৃধাকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।”