ভারতে পাচারের সময় ২টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে

ভারতে স্বর্ণ পাচারের সময় ৬৬ লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ তজিবুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তার দেহ তল্লাশি করে পায়ের সঙ্গে বিশেষভাবে চেপানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫৪১ গ্রাম। এই স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার রফিকুল ইসলাম ভাদিয়ালি সীমান্তে একটি মোটরসাইকেল আরোহী তজিবুর রহমানকে আটক করেন। সে সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতে পাচারের সময় ২টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

আপডেট সময় : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

ভারতে স্বর্ণ পাচারের সময় ৬৬ লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ তজিবুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তার দেহ তল্লাশি করে পায়ের সঙ্গে বিশেষভাবে চেপানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫৪১ গ্রাম। এই স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার রফিকুল ইসলাম ভাদিয়ালি সীমান্তে একটি মোটরসাইকেল আরোহী তজিবুর রহমানকে আটক করেন। সে সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।