সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
- আপডেট সময় : ০৩:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে রবিবার(২৪ নভেম্বর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়াও খোয়াড় গ্রামের মাঝে খোলা মাঠের মধ্যে এই সংষর্ঘের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় খোয়াড় গ্রামের রুবায়েত ইসলাম, নাজমুল হাসান চয়ন, ইকরাম, গোলাম মওলা সহ ৫/৭ জন লোক গোয়ালপাড়া সোহাগ চেয়ারম্যান এর বাড়িতে জন্ম নিবন্ধন এর স্বাক্ষর আনতে
গেলে চেয়ারম্যানকে না পেয়ে গোয়ালপাড়া বাজারে এলে হঠাৎ তাদের ওর হামলা করে বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর গাড়িবহরের হামলা কারী আসামী শামছু মাতুব্বর,রব্বান মাতুব্বর,রুবেল মাতুব্বর, মজিবর, সাইফুল ও আটঘর ইউনিয়ন এর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল খান এর লোকজন।
তারা মার খেয় ওখান থেকে চলে আসে। পরের দিন (২৪ নভেম্বর) সকালে খোয়াড়গ্রামের কয়েকজন লোক মাঠে কৃষি করতে গেলে তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। তারা কাজ না করে বাড়িতে ফিরে তাদের গ্রামের লোকেদের কাছে বললে। উভয় গ্রামের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মো.মুরাদুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতিত হয়েছি। আওয়ামী লীগের আমলে হামলা মামলার শিকার হয়েছি, ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় আমার ভাতিজা ও চাচাতো ভাই সোহাগ চেয়ারম্যান এর বাড়িতে জন্ম নিবন্ধন এর স্বাক্ষর আনতে গেলে চেয়ারম্যানকে না পেয়ে গোয়ালপাড়া বাজারে এলে হঠাৎ তাদের ওর হামলা করে বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর গাড়িবহরের হামলা কারী আসামী শামছু মাতুব্বর, রব্বান মাতুব্বর, রুবেল মাতুব্বর, মজিবর, সাইফুলসহ কয়েক জন। আমার ভাই ভাতিজাদের উপর যারা হামলা করেছে আমি তাদের বিচার চাই।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুগ্রুপের লোকজন কে থানায় ডাকা হয়েছিলো, এলাকা এখন শান্ত রয়েছে।