সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কারাগার থেকে বিএসএস পরীক্ষার অনুমতি পেলেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
- আপডেট সময় : ০২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর সাবেক পৌর মেয়র মো. আলমগীর শেখ তিতু কারাগারে থেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন এই আদেশ দেন। কারাবন্দি তিতুর পক্ষে আবেদনটি করেন রাজবাড়ী জেলা জজ আদালতের সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট মো. উজির আলী সেখ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজবাড়ী অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর থেকে সারাদেশে একযোগে বিএ/বিএসএস পরীক্ষা শুরু হবে। রাজবাড়ীর সাবেক মেয়র আলমগীর শেখ তিতু ডা.আবুল হোসেন কলেজের শিক্ষার্থী হিসেবে রাজবাড়ী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও কারাগারে আটক থাকার কারণে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারের অভ্যন্তরেই পরীক্ষায় অংশ নিতে হবে।
উল্লেখ্য, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আলমগীর শেখ তিতুকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি এই মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন।