ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫

জামালপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২০:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক এবং নগদ অর্থসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ ইসলাম এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পৌর এলাকার বেপারীপাড়ায় অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের পুত্র খুশু বেপারী, বাউল বেপারীর পুত্র পাক বেপারী, খুশু বেপারীর পুত্র আব্দুল আহাদ, পাক বেপারীর পুত্র মানিক বেপারী এবং তুরফান।

অভিযানের সময় তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে। ১শ গ্রাম হেরোইন এবং ৫০টি ইয়াবা ট্যাবলেট, একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি এবং একটি কুড়াল উদ্ধার করা হয়। এ-সময় ছয়টি মটর পাম্প এবং নগদ ২ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এই অভিযানের মাধ্যমে ইসলামপুর এলাকায় মাদক ও অস্ত্র চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে। যৌথ বাহিনীর এই সফল অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৫

আপডেট সময় : ১২:২০:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক এবং নগদ অর্থসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ ইসলাম এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পৌর এলাকার বেপারীপাড়ায় অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের পুত্র খুশু বেপারী, বাউল বেপারীর পুত্র পাক বেপারী, খুশু বেপারীর পুত্র আব্দুল আহাদ, পাক বেপারীর পুত্র মানিক বেপারী এবং তুরফান।

অভিযানের সময় তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে। ১শ গ্রাম হেরোইন এবং ৫০টি ইয়াবা ট্যাবলেট, একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি এবং একটি কুড়াল উদ্ধার করা হয়। এ-সময় ছয়টি মটর পাম্প এবং নগদ ২ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এই অভিযানের মাধ্যমে ইসলামপুর এলাকায় মাদক ও অস্ত্র চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে। যৌথ বাহিনীর এই সফল অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন।