গাজীপুরের শ্রীপুরে একটি ফোমের গুদামে আগুন

জেলা প্রতিনিধি, গাজীপুরঃ
  • আপডেট সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে

Oplus_131072

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মোহাম্মদ উল্ল্যাহ কমপ্লেক্সের ভবনের নিচতলায় অবস্থিত বিথি ফোম অ্যান্ড ম্যাট্রেসের গুদামে হঠাৎ আগুন দেখা যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গুদামের মালিক জানিয়েছেন, আগুনে বেশ কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।”

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরের শ্রীপুরে একটি ফোমের গুদামে আগুন

আপডেট সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মোহাম্মদ উল্ল্যাহ কমপ্লেক্সের ভবনের নিচতলায় অবস্থিত বিথি ফোম অ্যান্ড ম্যাট্রেসের গুদামে হঠাৎ আগুন দেখা যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গুদামের মালিক জানিয়েছেন, আগুনে বেশ কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।”

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।