পিরোজপুরে সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুরে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আহ্বায়ক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী।
আলোচনা সভায় বক্তারা ছাত্র আন্দোলনের গুরুত্ব এবং আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর একটি মঞ্চনাটক উপস্থাপন করা হয়।