সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
মোংলায় কয়লা নিয়ে ডুবে গেছে বাল্কহেড নিখোঁজ ৫
বিশেষ প্রতিনিধি,মোংলা
- আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে
মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লা বোঝাই একটি বাল্কহেড/বলগেট ডুবে গেছে। চ্যানেলটির হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশী জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়।
তবে এ ঘটনায় রাতেই বলগেটের দুই ষ্টাফকে উদ্ধার করা গেলেও এখনও নিঁখোজ রয়েছেন ৩ জন। নিঁখোজদের সন্ধানে সেখানে উদ্ধার তৎপতরতার কাজ করছেন কোস্ট গার্ড। দুর্ঘটনাকবলিত এলাকায় বিদেশী জাহাজ এম,ভি এলিনাবি’তে থাকা টি হক কোম্পানীর সুপার ভাইজার মো: লোকমান বলেন, বলগেটটি ডুবে যাওয়ার সময় দুইজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কোস্ট গার্ড নিয়ে গেছে। শুনেছি বলগেটে ৫/৬ জন ষ্টাফ ছিলো।
বন্দর কর্তৃপক্ষ বলছে শুনেছি ৩ জন নিঁখোজের কথা।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া দুই ষ্টাফের দেয়া তথ্য মতে বলগেটটিতে ৭ জন লোক ছিলেন। তাই বাকী ৫ জনই নিঁখোজ বলে তারা কোস্ট গার্ডকে জানিয়েছেন।
কয়লা আমদানীকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মো: আশিকুর রহমান জানান, বন্দরের হাড়বাড়িয়া এলাকার ৯ নম্বর এ্যাংকরে অবস্থানরত বিদেশী জাহাজ এম,ভি এলিনা বি থেকে সোমবার রাতে ৬শ থেকে সাড়ে ৬শ মেট্টিক টন কয়লা বোঝাই করে বলগেট এম,ভি ফারদিন ১ । কয়লা বোঝাই শেষে ওই বিদেশী জাহাজ ছেড়ে প্রায় ৭শ গজ দূরে যেতেই সোমবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে বোঝাই বলগেটটির ধাক্কা লাগে। ওই সময়ে বলগেটটি ব্যাক গিয়ারে/ব্যাগারে থাকার কারণেই মুলত বিদেশী জাহাজের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। ফলে বলগেটতি মুহুর্তের মধ্যেই সেখানে ডুবে যায়। বলগেটটিতে দুইজন নিরাপত্তা কর্মী ও ৫ জন নিজস্ব ষ্টাফ ছিলেন। রাতে দুইজন জীবিত উদ্ধার হয়েছে, আর এখন পর্যন্ত নিঁখোজ রয়েছেন ৩ জন। তিনি আরো বলেন, বলগেটটির কয়লা নিয়ে ঢাকার মিরপুরের গাবতলীতে যাওয়ার কথা ছিল। বলগেটটি হাড়বাড়িয়ার ৮ ও ৯ নম্বর এ্যাংকোরেজের মাঝামাঝি এলাকায় ডুবেছে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, শুনেছি ওই বলগেটের তিনজন ষ্টাফ নিঁখোজ রয়েছেন। তাদের সন্ধানে কোস্ট গার্ড কাজ করছেন।
তিনি আরো বলেন, জাহাজের সঙ্গে ধাক্কা লেগে যে বলগেটটি ডুবেছে সেটি সম্পূর্ণ বেআইনিভাবে পণ্য পরিবহণ করছিল। কারণ এক হ্যাজ বিশিষ্ট বলগেট ডিজি শিপিং থেকে নিষিদ্ধ। এ বলগেট বালু ছাড়া অন্য কোন পণ্য পরিবহণ করতে পারবেনা। এটির (বলগেট) বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিবো। বলগেটটির চলাচলে নিজস্ব কোন যোগাযোগ (যান্ত্রিক বার্তার আদান-প্রদাণ) ব্যবস্থা নেই। ফলে বলগেটটি জানেও না যে ওই সময়ে মার্চেন্ট শিপ মুভমেন্ট হচ্ছিল, তাই দুইটি বিদেশী জাহাজ সেলিং হয়ে যাওয়ার সময় একটির পিছনের অংশে ধাক্কা খেয়ে সেটি ডুবে যায়। তিনি আরো বলেন, বলগেটটি মুল চ্যানেলের বাহিরে পূর্ব পাশে ডুবেছে, এতে জাহাজ চলাচলে কোন সমস্যা হবেনা।
এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে বন্দরের পশুর নদীতে ও ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুইটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে