চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালালেন সন্ত্রাসী সাজ্জাদ : গুলিবিদ্ধ ৪, আটক ১
- আপডেট সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনের একটি সাততলা ভবনের পঞ্চম তলায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ গুলি চালান এবং পাশের একটি ভবনের ছাদে লাফিয়ে পালিয়ে যান।
আহতদের মধ্যে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ এবং স্থানীয় কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪) রয়েছেন। কাজল কান্তি দে অক্সিজেন মোড়ের সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
আহত দুই পুলিশ সদস্যকে দামপাড়া পুলিশ হাসপাতালে এবং স্থানীয় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) রইস উদ্দিন জানান, সাজ্জাদের অবস্থানের খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযানে যায়। তবে সাজ্জাদ পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।