দৌলতদিয়া ঘাটে পন্যবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন।
- আপডেট সময় : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
ভোগান্তির আড়াক নাম রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট, এই নৌরুটে ফেরি সল্পতা, নাব্যতা সংকট গত ১ মাসের বেশি সময় ধরে, বলতে গেলে এই ঘাট ব্যবহারকারী দের ভোগান্তি চরমে। আর আজ এর সাথে যোগ হয়েছে সকাল সাড়ে ১১টার দিকে পন্যবোঝাই একটি ট্রাক উল্টে গেলে, ট্রাকটি ১ নং ফেরি ঘাটের আগে মাহিন্দ্র স্টান্ড এর সামনে ট্রাকের পিছনের চাকা পড়ে উল্টে গিয়েছে। আর এতে করে সড়কের অনেকটা অংশে ট্রাকটি থাকার জন্য অন্যান্য পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের চলাচলে বিঘ্ন ঘটছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে ঘাট এলাকায় ঘুরে দেখা যায় দৌলতদিয়া ঘাটে পন্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যানের দীর্ঘ সারি। আর এতে আরো ভোগান্তি সৃষ্টি উল্টে যাওয়া ট্রাকটি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ট্রাকটি ভাঙা ভাংরি টিন, লোহা জাতীয় পন্য বহন করছিলো, উল্টে যাওয়া ট্রাকটির পিছনের চাকা গর্তে ভিতরে ছিল। ট্রাকটি উঠবার চেষ্টা করার সাথে সাথে চেচিস থেকে ট্রাকের বডি মুড়িয়ে বা পাসে দিকে পরে যায়, ঘটনা ঘটার পর পর ট্রাক চালক ও তার সহযোগী কে পাওয়া যায়নি। তবে এতে কোন হতাহত হয়নি। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ঠ ২০৭৭৩৫।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিনবলেন, ঘটনাটি আমি জানতে পেরেছি স্থানীয় প্রশাসন কে জানানো হয়েছে, আমরা আশাকরি উল্টে যাওয়া ট্রাকটি খুব তারাতাড়ি উদ্ধার করা হবে।