গোয়ালন্দের পদ্মায় ধরা পড়লো বিলুপ্ত প্রায় ঢাই মাছসহ তিন ধরনের মাছ
- আপডেট সময় : ০৯:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরভদ্রাসন ও চরকর্নেশনা এলাকায় ধরা পড়েছে বিলুপ্ত প্রায় ৫ কেজি ২শ গ্রাম ওজনের একটি ঢাই, ১০কেজি ওজনের একটি কোড়াল মাছসহ ৪২কেজির ওজনের একটি বাগাড় মাছ।
শনিবার (২০নভেম্বর) সকালে স্থানীয় জেলে বিকাশ ও রফিকের জালে মাছগুলো ধরা পড়ে।
পরে মাছগুলো বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাটে আনলে সর্বোচ্চ দরদাতা হিসাবে মৎস ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ঢাই মাছটি ২হাজার ৮শ টাকা কেজি দরে মোট ১৪হাজার ৫শ ৬০টাকায় কিনে ২হাজার ৯শ টাকা কেজি দরে মোট ১৫হাজার ৮০টাকা, কোড়াল মাছটি ১হাজার ৩শ টাকা কেজি দরে মোট ১৩হাজার টাকায় কিনে ১হাজার ৩শ ৫০টাকা কেজি দরে মোট ১৩হাজার ৫শ টাকা এবং বাগাড় মাছটি ১হাজার ৫শ টাকা কেজি দরে মোট ৬৩হাজার টাকায় কিনে ১হাজার ৬শ টাকা কেজি দরে মোট ৬৭হাজার ২শ টাকায় বিক্রি করেন ঢাকার কাচপুর এলাকার মদনপুরের এক বিশিষ্ট শিল্পপতির কাছে।
মৎস ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, বিকাশ হলদারের জালে ধরা পড়া ঢাই ও কোড়াল এবং রফিক হলদারের জালে ধরা পড়া বাগাড় মাছ এই তিনটি মাছ কিনে মোটামুটি ভালো দামে একই ব্যক্তির নিকট বিক্রি করে দেই।