বালিয়াকান্দিতে নির্বাচনী প্রচারণায় গোয়ালন্দের মেয়রের হুমকি “সতন্ত্র প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না”
- আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলার ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যার নির্বাচনী প্রচারণায় এসে শনিবার রাতে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহম্মেদ আলী মাষ্টার আওয়ামীলীগের লোক, তিনি মনোনয়ন প্রত্যাহারের কথা বলে মোবাইল বন্ধ রেখে প্রার্থী হয়েছেন। তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তার কোন এজেন্ট দিতে দেওয়া হবে না। আমরা গোয়ালন্দে করেছি, নৌকার সাথে যারা মীর জাফর গীরি করেছে, তাদেরকে আমরা গোয়ালন্দে রাখেনি। ইসলামপুরের মানুষ শান্তিপুর্ণ ভাবে ঘোমাবে না, তা নির্বাচনে সিদ্ধান্ত নিবেন। কারসাথে লড়তে এসেছে মাষ্টার এবার আমরা দেখাবো, কিভাবে নির্বাচন হয়, গোয়ালন্দে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবগুলো ওয়ার্ডে নৌকার বিজয়ী করেছি। আমরা নির্বাচনের দিন ১,২ ও ৩নং ওয়ার্ডে থাকবো। এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইসলামপুর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহম্মদ আলী মাষ্টার বলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আমাকে কোন এলাকায় ঢুকতে দিবে না। সেখানে নৌকা মনোনীত প্রার্থীসহ ইউনিয়নের আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। এতে এলাকায় ভোটারদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ইসলামপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মোল্যা বলেন, আসলে তিনি বেড়াতে এসেছিলেন। তার বক্তব্যে দেওয়া ঠিক হয়নি।
বহরপুর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুর রহমান খান বলেন, ইলিশকোল চরপাড়াতে নির্বাচনী সভায় নৌকার প্রার্থীর উপস্থিতিতে আসাদুজ্জামান জাহাঙ্গীর নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে বলেছেন, নৌকার বিপক্ষে যারা ভোট দিবে তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হবে না, কোন এজেন্ট থাকতে দিবো না। এব্যাপারে রবিবার উপজেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জঙ্গল ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমার কর্মীদের মারধোর, হুমকি-ধামকি দেওয়াসহ ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির পয়তারা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, আমার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে প্রশাসন মাঠে কাজ করছেন। প্রতিনিয়তই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। লিখিত অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।