মোংলায় প্রবাসীর জমি দখল: প্রতিবাদ করায় সন্ত্রাসীর হামলায় রক্তাক্ত জখম-৩
- আপডেট সময় : ১০:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ২২০ বার পড়া হয়েছে
মোংলায় নিজের পৈত্তিক জমিতে ঘর করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় সুন্দরবন ইউনিয়নের দিন মজুর হালিম হাওলাদার সহ ৩জন রক্তাক্ত জখম হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের দক্ষিন বাজিকরের খন্ড গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হলেও হালিম হাওলাদরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রæত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মোংলা থানায় অভিযোগ দায়ের হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনও কোন সন্ত্রাসীকে আটক করতে পারেনী পুলিশ।
থানায় দায়ের হওয়া অভিযোগ সুত্রে ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, সুন্দরবন ইউনিয়নের দক্ষিন বাজিকরের খন্ড তিন রাস্তার মোড় বাজার সংলগ্ন মৃত আলকাজ শেখ’র পুত্র মোঃ মাহতাব শেখ’র সাড়ে ২১ শতক জমি জোর পুর্বক দখলে নেয় সন্ত্রাসী বাহারুল শেখ। মাহতাব শেখ দীর্ঘ ২৫ বছর প্রবাসী হওয়ার সুযোগে তার পৈত্তিক এ জমি দখলে নিয়ে দোকান ঘর নির্মান করে তা অন্যের কাছে বিক্রি করার চেষ্টা করে বাহারুল। এসময় বাবার রেখে যাওয়া এ জমি পুত্র মাহতাবের দখলে আনার চেষ্টা করে ব্যার্থ হয়ে বিষয়টি ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবহিত করলে তারা স্থানীয় ভাবে মিট মিমাংসা করার চেষ্টা করে। দীর্ঘ প্রায় আড়াই মাস যাবত চুলছেড়া বিশ্লেষন করে সমঝোতার মাধ্যমে সাড়ে ২১ শতক জমির পরিবর্তে সাড়ে ৮শতক জমি বাহারুল শেখ ও তার লোকজন মাহতাবকে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করে স্থানীয়রা। কিন্ত স্থানীয়দের কথায় কর্নপাত না করে মাহতাবে দখলীয় ওই জমি পুনরায় জোর পুর্বক দখলে নেয়ার চেষ্টা করে বাহারুল ও তার সন্ত্রাসী গ্রæপটি।
এমতাবস্থায় গতকাল ২৬ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিন বাজিকর খন্ড তিন রাস্তার মোড় সংলগ্ন বাজারের পাশে দোকান ঘর বাহারুল সহ তার সন্ত্রাসী গ্রæপটি লোহার রড ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দখলে নেয়ার চেষ্টা করে। এসময় ওই জমিতে দোকান ঘর তৈরীতে বাধা প্রদানে প্রতিবাদ করলে মোঃ হালিম তালুকদার (৩৮), মোঃ মোস্তফা শেখ (৫০), আঃ হাই তালুকদার (৬২) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের ডাকচিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বিভিন্ন রকম ভয় ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হালিম তালুকদারের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়ে দেয় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।
জমির মালিক ও অভিযোগকারী মোঃ মাহতাব শেখ জানান, আমি দীর্ঘ ২৫ বছর প্রবাসে থাকার সুযোগে প্রতিবেশী সন্ত্রাসী বাহারুল শেখ ও তার দলবল আমার পৈত্তিক জমিতে জোর পুর্বক দোকান ঘর নির্মান করে দখলে নেয়। এছাড়া ওই দোকান ঘর অন্যের কাছে বিক্রিও করার পায়তারা করতেছিল বাহারুল। পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের জানানোর পর তাদের কবল থেকে জমিটুকু আমার অনুকুলে দেয় তারা। কিন্ত তাদের সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডে এমন ঘটনা ঘটিয়েছে।
অভিযুক্ত মোঃ বাহারুল শেখ জানায়, ওই জমি আমার ক্রয়কৃত জমি, যা দীর্ঘদিন আমার দখলে ছিল কিন্ত এলাকার কিছু স্বর্থন্নেষী ব্যাক্তিরা এ জমি মাহতাবকে দেয়ার জন্য বললে তাতে মাহতাব ঘর নির্মান করার চেষ্টা করছিল তাই এতে নিষেধ করা হয়েছে। তবে তাদের মারধর করার কথা অস্বীকার করে বাহারুল।
শুক্রবার দুপুরে মোঃ মাহতাব শেখ বাদী হয়ে মোঃ বাহারুল শেখ, মোঃ আবু সাইদ শেখ, মোঃ আলতাফ শেখ,মোঃ সাব্বির হোসেন ও মোঃ সাইফুল ইসলামকে আসামী করে মোংলা থানায় এজাহার দায়ের করে।
মোংলা থানার এস আই রোজি আক্তার বলেন, সুন্দরবন ইউনিয়নের দক্ষিন বাজিকর খন্ড এলাকায় জমি দখলের ব্যাপারে মাহতাব শেখ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ’র নির্দেশ মতে তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।