মানিকগঞ্জে চিকিৎসকসহ ৪ জনের জেল-জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ২২১ বার পড়া হয়েছে
সরকারি নিদের্শনা অমান্য করে ডায়াগনস্টিক পরিচালনা, রোগীদের সাথে প্রতারণা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠানসহ তিন ব্যক্তিকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের জেল-জরিামানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।
দন্ডপ্রাপ্তরা হলেন, ইউনানি চিকিৎসক শামীম হোসেন, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো. তোফাজ্জল হোসেন ও শারমিন আক্তার এবং হেলথকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ মো. জুবায়ের বলেন, হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ১০ বেডের জায়গায় ১৮ বেড পরিচালনা করার অপরাধে হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়ে।
অপরদিকে ডায়াগনস্টিক বন্ধ থাকার নির্দেশ অমান্য করে ডায়াগনস্টিক পরিচালনা ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অপরাধে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো.তোফাজ্জল হোসেনকে (১০) দিন ও শারমিন আক্তারকে (০৭)দিন এবং ইউনানি চিকিৎসক হয়ে প্রেসক্রিপশনে ভুল ডিগ্রী দিয়ে প্রচারনার অপরাধে মালিক মো.শামিম হোসেনকে (১৫)দিনের কারাদন্ড প্রদাণ করা হয়।
কারাদন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অর্থদন্ড করা ব্যক্তি অর্থদন্ড পরিশোধ করেছেন। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের ডা.তুষার ও থানা পুলিশ সহযোগীতা করে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।