গোয়ালন্দে ফেন্সিডিল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে ২০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবাসহ মো. রাব্বি মন্ডল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া বদন মৃধার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া এলাকার মো. সুমন মন্ডলের ছেলে। এবং অপর পলাতক আসামী উত্তর দৌলতদিয়া বদন মৃধা পাড়ার মৃত বদন মৃধার ছেলে মো. সাহেব মৃধা (৩৫)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান, এসআই সৈয়দ ইমামুজ্জামান, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সোহেল রানা, এএসআই ফারুক আহম্মেদ, এএসআই শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার বদন মৃধার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাহেব মৃধার বাড়ীর উঠনের উপর থেকে মো. রাব্বি মন্ডলকে গ্রেপ্তার করে। এসময় অপর মাদক কারবারি সাহেব মৃধা পেুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
এসময়গ্রেপ্তারকৃত আসামীর নিকট হতে সিমেন্টের বস্তা দিয়ে বানানো বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ২০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তারা দুজনই পেশাদার মাদক কারবারি এবং দুজনিই একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দ থানা এলাকাসহ আশ পাশের এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. রাব্বি মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দিয়ে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।