রাজবাড়ীতে ৪দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী
- আপডেট সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
“২১ব্যাচের জয়ের মালা!, ২২কেন অবহেলা?” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলার এইচএসসি ২২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দ্যোগে শহরের পান্না চত্ত্বর ও বড়পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে পরীক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে শহরের রেলগেট এলাকায় এসে শেষ হয়। এর পড়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীদের দাবি সমুহ হলো, (১) ৭০% সিলেবাস নয়, ৫০% সিলেবাস চাই, (২) সিলেবাসের ওপর সময় নির্ধারন, (৩) গ্রুপিয়ান বিষয়ে পরীক্ষা চাই ও (৪) করোনার ওজুহাত না দেখিয়ে এইচ এস সি ২২ পরীক্ষা কবে নেয়া হবে তার প্রজ্ঞাপন চাই।
বিক্ষোভে রাজবাড়ী সরকারী কলেজের ২২ সালের এইচএসসি পরীক্ষার্থী হাবিব হিমেল, শাহরিয়ার নিবির, সিফাত, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের রুদমিলা চৌধুরী, সুবর্না পারভিন ও পাংশা সরকারী কলেজের আশিকুজ্জামানসহ ২২ সালের পরীক্ষার্থীরা অংশ নেয়।