গোয়ালন্দ প্রেসক্লাব’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা
- আপডেট সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
রজাবাড়ীর গোয়ালন্দে ‘গোয়ালন্দ প্রেসক্লাব’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পমাল্য অর্পণের পর প্রেসক্লাব কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক গণেশ পাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান মৃধা, মেহদুল হাসান আক্কাস, উদয় দাস, জহুরুল ইসলাম হালিম, সিরাজুল ইসলাম, সাইফুর রহমান পারভেজ, রাকিবুজ্জামান রাকিব, জাকির হোসেন বাবলু, আক্তাউজ্জামান রনি, লুৎফুর রহমান সোহাগ প্রমুখ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের ত্যাগ ও বিজয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি শ্রদ্ধা ও গৌরবের আবহে শেষ হয়।