কালুখালীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ
- আপডেট সময় : ০৪:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় কালুখালী উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার: ফিরোজ আল মামুন, উপজেলা সুপারভাইজার কাইযুম হোসেন, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ ইমরুল কায়েস, মডেল কেয়ার টেকার ইউনুস আলী, কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মো. ইকবল ফকির এবং ইসমাইল হোসেন,
প্রতিযোগিতায় তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী পাঁচজন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এমন আয়োজন শিশুদের ধর্মীয় শিক্ষায় আগ্রহী করে তুলবে। তারা এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।