মোংলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
- আপডেট সময় : ১২:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষে মোংলায় বাদাবন সংঘের আয়োজনে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মোংলার বৈদ্যমারি বাজারে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় চিলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাদাবন সংঘের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলেটর নাজমিরা জুঁই, কামরুন্নাহার খাতুন, মেহেদী হাসান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারী কৃষক ও নারী জেলেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারণী পর্যায়সহ সকল ক্ষেত্রে নারীর সমানিধাকার নিশ্চিত করতে হবে। নারীর অধিকার মানবাধিকার তাই তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালী বৈদ্যমারি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।