ইসকন সংগঠনের সমস্ত কার্যক্রম বন্ধের দাবিতে সালথার মাঝারদিয়ায় বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৩:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ইসকন সংগঠন কর্তৃক মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন সংগঠন কে নিষিদ্ধের দাবীতে ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) বিকালে মাঝারদিয়া ওলামা পরিষদের উদ্যোগে কাগদী মুরাটিয়া আলহাজ্ব এম এ মজিদ উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কাগদী বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাগদী বাজার জামে মসজিদ চত্বরের সামনে এসে সমাবেশ শেষ হয়।
মাঝারদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মুফতি ডা. মহিবুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাঝারদিয়া ওলামা পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মোস্তাফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক,মওলানা ওহিদুজ্জামান,বাংলাদেশ মানবকল্যান পরিষদের সাধারন সম্পাদক ও ওলামা পরিষদের প্রচার সম্পাদক কাজী কামরুজ্জামান,সহ প্রচার সম্পাদক,হাফেজ আবুল হাসান, হাফেজ মো: ইদ্রিস আলী,কাগদী শাহী জামে মসজিদ এর খতিব, মওলানা ওলিউল্লাহ, হাফেজ কারী মুস্তাকিম বিল্লাহ হাবিবী,হাফেজ আবুল হাসানসহ অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ ফরিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার খুনিদের বিচারের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।