শালিখায় মাঠ দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
মাগুরার শালিখা উপজেলায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার আড়পাড়া ইউনিয়নের জুনারী গ্রামে বারি সরিষা ১৪ এর উপর অনুষ্ঠিত এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন।
আড়পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল কালাম আসাদ, এসএপিপিও সঞ্জয় হালদার, সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান। মাঠ দিবস অনুষ্ঠানে ৭০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের পরামর্শ প্রদান এবং ভোজ্য তেল হিসেবে সরিষার তেল ব্যবহারের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।