পিরোজপুরে চুরি হওয়া মোবাইল ও বিকাশ প্রতারণার অর্থ উদ্ধার: ভুক্তভোগীদের হাতে হস্তান্তর

এস এম নুর, জেলা প্রতিনিধি পিরোজপুর
  • আপডেট সময় : ০৪:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা পুলিশের প্রচেষ্টায় চুরি ও হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হারানো টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ২৬ জন ভুক্তভোগীর হাতে এসব মোবাইল ফোন ও টাকা তুলে দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সেবায় কাজ করতে। এই উদ্ধারকৃত মোবাইল এবং অর্থ প্রমাণ করে, সাধারণ মানুষের সহযোগিতা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারে আমরা প্রতারণার শিকার ব্যক্তিদের সহায়তা করতে সক্ষম।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ মুকিত হাসান খাঁন এবং পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার অন্যান্য সদস্য।

পুলিশ সুপার আরও জানান, প্রযুক্তির সহায়তায় এবং সুশৃঙ্খল তদন্তের মাধ্যমে এ সমস্ত মোবাইল এবং অর্থ উদ্ধার সম্ভব হয়েছে। তিনি জনগণকে সতর্ক থাকার পাশাপাশি পুলিশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার আহ্বান জানান।

ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও অর্থ ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে পুলিশি সেবার প্রতি আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে চুরি হওয়া মোবাইল ও বিকাশ প্রতারণার অর্থ উদ্ধার: ভুক্তভোগীদের হাতে হস্তান্তর

আপডেট সময় : ০৪:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

পিরোজপুর জেলা পুলিশের প্রচেষ্টায় চুরি ও হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হারানো টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ২৬ জন ভুক্তভোগীর হাতে এসব মোবাইল ফোন ও টাকা তুলে দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সেবায় কাজ করতে। এই উদ্ধারকৃত মোবাইল এবং অর্থ প্রমাণ করে, সাধারণ মানুষের সহযোগিতা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারে আমরা প্রতারণার শিকার ব্যক্তিদের সহায়তা করতে সক্ষম।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ মুকিত হাসান খাঁন এবং পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার অন্যান্য সদস্য।

পুলিশ সুপার আরও জানান, প্রযুক্তির সহায়তায় এবং সুশৃঙ্খল তদন্তের মাধ্যমে এ সমস্ত মোবাইল এবং অর্থ উদ্ধার সম্ভব হয়েছে। তিনি জনগণকে সতর্ক থাকার পাশাপাশি পুলিশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার আহ্বান জানান।

ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও অর্থ ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে পুলিশি সেবার প্রতি আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।