ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে, শেখ হাসিনার ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই: আসাদুজ্জামান রিপন
- আপডেট সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক ও ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করছে ভারত। তবে আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক এবং সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করতে অভ্যস্ত। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ যথেষ্ট। ভারতের দাদাগিরি বাংলাদেশের মানুষ পছন্দ করে না।”
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রিপন বলেন, “ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে থাকা সরকারের আর ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এখানে ভারতকে সৎ প্রতিবেশীর মতো আচরণ করতে হবে। দাদাগিরির যুগ শেষ হয়েছে। বাংলাদেশ এমন সরকার চায়, যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। নতজানু সরকার বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “সম্পর্ক মানে একতরফা কিছু দেওয়া নয়। ভারতের প্রতি আমাদের মানুষের শ্রদ্ধা আছে, কিন্তু সেটি পারস্পরিক হতে হবে। ভবিষ্যতে আমরা এমন একটি সরকার চাই, যারা দেশের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম।
এছাড়াও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।