পিরোজপুরে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে পিরোজপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের উত্তরপাড়া জগদ্ধাত্রী মন্দির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কৃষক দল কদমতলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বাদশা খানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক লায়ন আখতার হোসেন সেন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু। এসময় আরও উপস্থিত ছিলেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হাসিব শেখ, কদমতলা ইউনিয়ন যুবদলর আহবায়ক মোঃ মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।