শালিখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট সময় : ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার তালখড়ি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন শালিখা উপজেলা প্রশাসন, শালিখা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, বীর মুক্তিযোদ্ধা মুকুল রন্জন শিকদার, শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নায়েব আলী, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে পাকিস্তানি সেনারা এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল কিন্তু তাদের সেই দুঃস্বপ্নকে ভেঙ্গে তৈরি হয়েছিল বাংলাদেশ নামক এক স্বাধীন ভুখন্ড যেখানে দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে লিখতে পারছি, স্বাধীনভাবে আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারছি।