বিদেশফেরত স্বামীর সামনে স্ত্রীর ঝুলন্ত মরদেহ
- আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে পপি (৩০) নামের এক গৃহবধূ নিজের পরনের কাপড় ঘরের আড়ার দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রির পাড়া পূর্ব তেনাপচা এলাকার বাসিন্দা এবং সম্প্রতি বিদেশ ফেরত আলামিনের স্ত্রী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পপি তার বসতঘরের রুমে কাঠের আড়ার সাথে নিজের পরনের কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে ফিরে তার স্বামী আলামিন ঘরে ঢুকে পপিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ-সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং পপিকে নিচে নামান।
খবর পেয়ে গোয়ালন্দঘাট থানার এসআই সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠান।
পপির আত্মহত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পারিবারিক বা মানসিক চাপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানান, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।