সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: টেক্সটাইল রং ও ধনিয়ার শাস জব্দ
আবু সাঈদ, নিজস্ব প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০৫:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে অভিযান চালিয়ে খাদ্য প্রক্রিয়ায় নিষিদ্ধ কাপড়ের রং (টেক্সটাইল ডাই) ব্যবহার করে তৈরি করা দুই বস্তা (১২০ কেজি) ধনিয়ার শাস এবং ১০ কেজি ক্ষতিকর হলুদ রং জব্দ করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মাধবী সরকার, জেলা বিএফএসএ নমুনা সংগ্রহ সহকারী আবু সাইদ মোহাম্মদ আলামিন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কেন্দ্রীয় কল সেন্টার (১৬১৫৫)-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে “উম্মে হাবিবা ট্রেডার্স,” মোতালেব শেখের মালিকানাধীন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, নিষিদ্ধ টেক্সটাইল ডাই ব্যবহার করে ধনিয়ার শাস প্রস্তুত করা হচ্ছিল। এসময় দুই বস্তা ধনিয়ার শাস (১২০ কেজি) ও ১০ কেজি টেক্সটাইল ডাই জব্দ করা হয়।
উৎপাদনকারী মোতালেব শেখ অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন। স্থানীয় এলাকাবাসী জানান, ভবিষ্যতে এমন অনিরাপদ খাদ্য উৎপাদন হলে তারা আইনের আশ্রয় নেবেন।
মোঃ আসিফুর রহমান অভিযোগকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ ধরনের অনিরাপদ খাদ্য উৎপাদনের খবর পেলে আমাদের জানাতে অনুরোধ করছি।” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একত্রে কাজ করছে।
অভিযান শেষে ছোট ভাকলা, কাটাখালী, দৌলতদিয়া বাজার, এবং গোয়ালন্দ মোড় এলাকায় বিভিন্ন খাবারের দোকান, বেকারি, এবং রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। খাদ্য প্রস্তুতকারকদের নিরাপদ খাদ্য উৎপাদনের পরামর্শ দেওয়া হয় এবং তাৎক্ষণিক জীবাণু পরীক্ষণ কিটের মাধ্যমে কর্মীদের হাত এবং খাদ্য প্রক্রিয়াকরণ স্থানের পরীক্ষা করা হয়।