প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

জহুরুল ইসলাম হালিমঃ
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী ৫ জানুয়ারি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দমোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তানভীর আহমেদ নিবিড়ের সভাপতিত্বে ও মো. সবুজ সরদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি মো.  আজিম ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, সোহেল রানা, আতিয়ার সরদার আতিক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, সদস্য আব্দুর রব সুমন প্রমুখ।

কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল চালিকাশক্তি হবে বাংলাদেশ ছাত্রদল,” তিনি আরও বলেন ছাত্রদলের ত্যাগ, সংগ্রাম এবং দেশপ্রেমিক ভূমিকা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। ছাত্রদলের উজ্জীবিত নেতৃত্ব ও সুশৃঙ্খল কার্যক্রম আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় অন্যান্য বক্তারা বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী ৫ জানুয়ারি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দমোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তানভীর আহমেদ নিবিড়ের সভাপতিত্বে ও মো. সবুজ সরদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি মো.  আজিম ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, সোহেল রানা, আতিয়ার সরদার আতিক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, সদস্য আব্দুর রব সুমন প্রমুখ।

কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল চালিকাশক্তি হবে বাংলাদেশ ছাত্রদল,” তিনি আরও বলেন ছাত্রদলের ত্যাগ, সংগ্রাম এবং দেশপ্রেমিক ভূমিকা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। ছাত্রদলের উজ্জীবিত নেতৃত্ব ও সুশৃঙ্খল কার্যক্রম আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় অন্যান্য বক্তারা বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।