পদ্মার ১৫ কেজির বোয়াল ৩৯ হাজার টাকায় বিক্রি
- আপডেট সময় : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে ধরা পড়া ১৫ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ ৩৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করেছেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী চাঁদনী-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চাঁন্দু মোল্লা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জেলে কালাম হালদার মাছটি আনেন দৌলতদিয়া ফেরি ঘাটের আনু খাঁ’র আড়তে। সেখানে উন্মুক্ত নিলামে চাঁন্দু মোল্লা মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
চাঁন্দু মোল্লা জানান, মাছটি বিক্রি করে তিনি প্রতি কেজিতে ১০০ টাকা লাভ করেছেন। বিশাল এই বোয়াল মাছটি ঘাটে আনার পর থেকেই স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। মাছটি দেখতে ফেরি ঘাটে অনেক মানুষ ভিড় জমায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পদ্মার এই ধরনের বড় মাছ এখন খুব কমই পাওয়া যায়। তাই এমন মাছ দেখলে সাধারণ মানুষের আগ্রহ বেড়ে যায়।