ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, আটক ২
- আপডেট সময় : ০৩:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গোয়ালচামট মডেল মসজিদের সামনে এ হামলা হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন রিপন সেক ও সোহাগ হাওলাদার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নামাজ শেষে মডেল মসজিদ থেকে বের হওয়ার সময় ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কামরুলের ওপর হামলা চালায়। এ সময় রেজাউল করিম সজল নামের এক ব্যক্তি কামরুলকে রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
রেজাউল করিম সজল বলেন, “আমি কামরুল ভাইকে রক্ষার চেষ্টা করেছিলাম, তখন সন্ত্রাসীরা আমাকে আঘাত করে এবং মরিচের গুঁড়া ছিটিয়ে পালানোর চেষ্টা করে।”
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান জানান, “হামলার ঘটনায় আমরা রিপন সেক ও সোহাগ হাওলাদারকে আটক করেছি। তাদের কাছ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও ২০০৩ সালে কামরুল ইসলাম সিদ্দিকীর ওপর গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।