গোয়ালন্দে জার্মান রেডক্রস ও রেড ক্রিসেন্টের একটি মাইক্রোবাসে দূর্ঘটনার শিকার এক রিক্সা চালককে সোসাইটির পক্ষ হতে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

২৫ ডিসেম্বর শনিবার বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর দৌলতদিয়াস্থ প্রবীণ সামাজিক কেন্দ্র মিলনায়তনে এ চেক প্রদান করা হয়।
এর আগে গত ০৭ নভেম্বর উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কের পাশে থাকা রিক্সাটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ইউছুপ শেখ (৪০) ওই রিক্সাচালক মারাত্মক আহত হন এবং তার রিক্সাটি ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় উপস্হিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সোসাইটির ইউনিট অ্যাফেয়ার্স এর পরিচালক ইকরাম এলাহী চৌধুরী, ডেপুটি ডিরেক্টর কবির ফকির, রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক শাজাহান সাজু, রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা কমিটির কার্যকরী সদস্য মঞ্জুরুল আলম ও যুব প্রধান নাজমুস সাকিব তালুকদার প্রমূখ