১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় পশুর চ্যানেল খননের ড্রেজার থেকে তেলসহ মুল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগ

মোংলায় পশুর চ্যানেল খননের ড্রেজার থেকে তেলসহ মুল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগ

মোংলায় পশুর চ্যানেল খনন করা একটি ড্রেজার থেকে তেল সহ মুল্যবান যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। রাতের পালায় নদীর ড্রেজিংয়ের কাজ সেরে ওই ড্রেজার জাহাজের সাইডে থাকা নিরাপত্তা কর্মীরা  ঘুমিয়ে যাওয়ার সুযোগে একটি সংঙ্গবন্ধ চোর গ্রুপ জাহাজের উঠে ডিজেল, মুল্যবান যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে রোববার বিকালে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ড্রেজার অপোরেটর আবুল হানান।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এ জেড ড্রেজিং লি. নামের একটি ড্রেজার দিয়ে পশুর চ্যানেল খননের কাজ করতেছিল কোম্পানীর লোকজন। গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় কাজ সেরে মোংলা পিকনিক কর্নার সংলগ্ন ইঞ্জিনিয়ার জেটির পাশে নঙ্গর করে ডেজারটি। পশুর নদীর পাড়ে নোঙ্গর করার পর সবাই হাউজ বোডে (থাকার স্থান) চলে আসে। ড্রেজারে কেউ না থাকার সুযোগে ড্রেজার থেকে ১ব্যারেল মবিল, ২ ব্যারেল হাইড্রোলিক অয়েল, ১ কয়েল ১৮ এম এস ওয়ারিং তার ও ৪২এম এম ৩০০ফিট আলাত জাহাজ (বাধার রশি) চুরি করে নিয়ে একটি সংঙ্গবদ্ধ চোর গ্রুপ। চুরি হওয়া এসকল মালামালের বাজার মুল্য তিন থেকে চার লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়। চুরির বিষয়ে অজ্ঞাত নামা কয়েকজনকে উল্লেখ করে চোর গ্রুপটির বিরুদ্বে মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোংলার পশুর নদী খননের ড্রেজারের তেল সহ মালামাল চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি, এব্যাপারে তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের খুজে বের করে আইনেরজ আওতায় আনার আশ্বাস দেন তিনি পুলিশের এ কর্মকর্তা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

মোংলায় পশুর চ্যানেল খননের ড্রেজার থেকে তেলসহ মুল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগ

Update Time : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
মোংলায় পশুর চ্যানেল খনন করা একটি ড্রেজার থেকে তেল সহ মুল্যবান যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। রাতের পালায় নদীর ড্রেজিংয়ের কাজ সেরে ওই ড্রেজার জাহাজের সাইডে থাকা নিরাপত্তা কর্মীরা  ঘুমিয়ে যাওয়ার সুযোগে একটি সংঙ্গবন্ধ চোর গ্রুপ জাহাজের উঠে ডিজেল, মুল্যবান যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে রোববার বিকালে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ড্রেজার অপোরেটর আবুল হানান।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এ জেড ড্রেজিং লি. নামের একটি ড্রেজার দিয়ে পশুর চ্যানেল খননের কাজ করতেছিল কোম্পানীর লোকজন। গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় কাজ সেরে মোংলা পিকনিক কর্নার সংলগ্ন ইঞ্জিনিয়ার জেটির পাশে নঙ্গর করে ডেজারটি। পশুর নদীর পাড়ে নোঙ্গর করার পর সবাই হাউজ বোডে (থাকার স্থান) চলে আসে। ড্রেজারে কেউ না থাকার সুযোগে ড্রেজার থেকে ১ব্যারেল মবিল, ২ ব্যারেল হাইড্রোলিক অয়েল, ১ কয়েল ১৮ এম এস ওয়ারিং তার ও ৪২এম এম ৩০০ফিট আলাত জাহাজ (বাধার রশি) চুরি করে নিয়ে একটি সংঙ্গবদ্ধ চোর গ্রুপ। চুরি হওয়া এসকল মালামালের বাজার মুল্য তিন থেকে চার লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়। চুরির বিষয়ে অজ্ঞাত নামা কয়েকজনকে উল্লেখ করে চোর গ্রুপটির বিরুদ্বে মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোংলার পশুর নদী খননের ড্রেজারের তেল সহ মালামাল চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি, এব্যাপারে তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের খুজে বের করে আইনেরজ আওতায় আনার আশ্বাস দেন তিনি পুলিশের এ কর্মকর্তা।