১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোংলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসুচির মধ্য দিয়ে মোংলায় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনাসভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রলীগ মোংলা উপজেলা, পৌর ও কলেজ শাখার পক্ষ থেকে এসব কর্মসুচি গ্রহণ করা হয়। মোংলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রলীগ নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে মোংলা বন্দর শ্রমিক সংঘে জমায়েত হতে থাকে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় মোংলা বন্দর শ্রমিক সংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সুচনা করা হয়েছিল। পরে কেককাটা, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত’র সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার।
বক্তারা বলেন, রাজাকার মুক্ত দেশ গড়তে এবং শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে মোংলা সকল শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাবে।
এ সময় অন্যানদের মধ্যে মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সমাপাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম,কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান,লিটন হোসেন নিরব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ, কাউন্সিলর জি,এম আল-আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব খাঁন, পৌর সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি,সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী সমাপনী ঘটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

মোংলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : ০৪:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
নানা কর্মসুচির মধ্য দিয়ে মোংলায় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনাসভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রলীগ মোংলা উপজেলা, পৌর ও কলেজ শাখার পক্ষ থেকে এসব কর্মসুচি গ্রহণ করা হয়। মোংলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রলীগ নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে মোংলা বন্দর শ্রমিক সংঘে জমায়েত হতে থাকে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় মোংলা বন্দর শ্রমিক সংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সুচনা করা হয়েছিল। পরে কেককাটা, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত’র সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার।
বক্তারা বলেন, রাজাকার মুক্ত দেশ গড়তে এবং শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে মোংলা সকল শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাবে।
এ সময় অন্যানদের মধ্যে মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সমাপাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম,কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান,লিটন হোসেন নিরব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ, কাউন্সিলর জি,এম আল-আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব খাঁন, পৌর সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি,সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী সমাপনী ঘটে।