০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম

পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম

আগামীকাল ৫ জানুয়ারী ৫ম দফায় রাজবাড়ী পাংশার ১০ ইউ‌নিয়‌ন পরিষদ নির্বাচ‌নের ভোট গ্রহন । ফ‌লে নির্বাচ‌নের সকল প্রস্তু‌তি সম্পর্ণ ক‌রে‌ছেন নির্বাচন ক‌মিশন।

পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম
পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম

মঙ্গলবার দুপুর আড়াইটার দি‌কে পাংশা উপ‌জেলা প্রাঙ্গন থে‌কে ১০ ইউ‌পির ৯০টি ভোট কে‌ন্দ্রে ব‌্যালট পেপার ছাড়া ভোট গ্রহ‌নের প্রয়োজনীয় সকল সরঞ্জামা‌দি দ্বা‌য়িত্বরত কর্মকর্তাদের হা‌তে তু‌লে দেয়া হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ মাসুদুর রহমান, উপ‌জেলা নির্বাচন রিটা‌নিং অ‌ফিসার আব্দুল আলীম প্রমূখ।

পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম
পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম

এ‌দি‌কে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নির‌পেক্ষ কর‌তে ভোট কে‌ন্দ্রে পর্যাপ্ত সংখ‌্যক অাইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্য দ্বা‌য়ি‌ত্ব পালন কর‌বে। এছাড়া টহ‌লে থাক‌বে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট, স্ট্রাই‌কিং ফোর্স, বি‌জি‌বি, র‌্যাব ও পু‌লিশসহ অন‌্যান‌্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস‌্যরা।

পাংশা উপ‌জেলা নির্বাচন অ‌ফিস সু‌ত্রে জানাযায়, উপ‌জেলার মাছপাড়া, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, কসবামাঝাইল, স‌রিষা, পাট্টা, ক‌লিমহর, মৌরাট ও বাবুপাড়া ইউ‌পি‌তে ভোট গ্রহন আগামীকাল ৫ জানুয়ারী। ১০ ইউ‌পি‌তে চেয়ারম‌্যান প‌দে ৪৯ জন, সাধারন ওয়ার্ড সদস‌্য (মেম্বর) প‌দে ১০৭ জন ও সং‌র‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য (ম‌হিলা মেম্বর) প‌দে ৩৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন। এতে মোট ভোটার সংখ‌্যা ১ লক্ষ ৭৭ হাজার ২২৭ জন। এরম‌ধ্যে পুরুষ ৯০ হাজার ৫১৫ জন ও নারী ভোটার ৮৬ হাজার ৭১২ জন।

জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ মাসুদুর রহমান জানান, অনু‌ষ্ঠিত হয়ে যাওয়া ক‌য়েক দফার মত অাগামীকা‌লের পাংশার ১০ ইউ‌পির নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নির‌পেক্ষ কর‌তে সকল প্রস্তু‌তি সম্পর্ন ক‌রে‌ছেন। প্রতি‌টি ভোট কে‌ন্দ্রে পু‌লিশ/আনসারসহ ২২জন দ্বা‌য়িত্ব পালন কর‌বে। এছাড়া ৪ প্লাটুন বি‌জি‌বি, র‌্যা‌বের ৬‌টি টিম ও ১০ জন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটসহ অন‌্যান‌্যরা দ্বা‌য়িত্ব পালন কর‌বে। অাশ‌া কর‌ছেন উৎসব ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম

Update Time : ০৫:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

আগামীকাল ৫ জানুয়ারী ৫ম দফায় রাজবাড়ী পাংশার ১০ ইউ‌নিয়‌ন পরিষদ নির্বাচ‌নের ভোট গ্রহন । ফ‌লে নির্বাচ‌নের সকল প্রস্তু‌তি সম্পর্ণ ক‌রে‌ছেন নির্বাচন ক‌মিশন।

পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম
পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম

মঙ্গলবার দুপুর আড়াইটার দি‌কে পাংশা উপ‌জেলা প্রাঙ্গন থে‌কে ১০ ইউ‌পির ৯০টি ভোট কে‌ন্দ্রে ব‌্যালট পেপার ছাড়া ভোট গ্রহ‌নের প্রয়োজনীয় সকল সরঞ্জামা‌দি দ্বা‌য়িত্বরত কর্মকর্তাদের হা‌তে তু‌লে দেয়া হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ মাসুদুর রহমান, উপ‌জেলা নির্বাচন রিটা‌নিং অ‌ফিসার আব্দুল আলীম প্রমূখ।

পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম
পাংশার ১০ ইউ‌পি‌র ৯০ ভোট কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচনী সরঞ্জাম

এ‌দি‌কে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নির‌পেক্ষ কর‌তে ভোট কে‌ন্দ্রে পর্যাপ্ত সংখ‌্যক অাইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্য দ্বা‌য়ি‌ত্ব পালন কর‌বে। এছাড়া টহ‌লে থাক‌বে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট, স্ট্রাই‌কিং ফোর্স, বি‌জি‌বি, র‌্যাব ও পু‌লিশসহ অন‌্যান‌্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস‌্যরা।

পাংশা উপ‌জেলা নির্বাচন অ‌ফিস সু‌ত্রে জানাযায়, উপ‌জেলার মাছপাড়া, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, কসবামাঝাইল, স‌রিষা, পাট্টা, ক‌লিমহর, মৌরাট ও বাবুপাড়া ইউ‌পি‌তে ভোট গ্রহন আগামীকাল ৫ জানুয়ারী। ১০ ইউ‌পি‌তে চেয়ারম‌্যান প‌দে ৪৯ জন, সাধারন ওয়ার্ড সদস‌্য (মেম্বর) প‌দে ১০৭ জন ও সং‌র‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য (ম‌হিলা মেম্বর) প‌দে ৩৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন। এতে মোট ভোটার সংখ‌্যা ১ লক্ষ ৭৭ হাজার ২২৭ জন। এরম‌ধ্যে পুরুষ ৯০ হাজার ৫১৫ জন ও নারী ভোটার ৮৬ হাজার ৭১২ জন।

জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ মাসুদুর রহমান জানান, অনু‌ষ্ঠিত হয়ে যাওয়া ক‌য়েক দফার মত অাগামীকা‌লের পাংশার ১০ ইউ‌পির নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নির‌পেক্ষ কর‌তে সকল প্রস্তু‌তি সম্পর্ন ক‌রে‌ছেন। প্রতি‌টি ভোট কে‌ন্দ্রে পু‌লিশ/আনসারসহ ২২জন দ্বা‌য়িত্ব পালন কর‌বে। এছাড়া ৪ প্লাটুন বি‌জি‌বি, র‌্যা‌বের ৬‌টি টিম ও ১০ জন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটসহ অন‌্যান‌্যরা দ্বা‌য়িত্ব পালন কর‌বে। অাশ‌া কর‌ছেন উৎসব ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।